Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / কাবুলে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২৭

কাবুলে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। সোমবার ‘বাকির উল উলুম’ নামে একটি শিয়া মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী পায়ে হেঁটে মসজিদের ভেতরে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় মসজিদটিতে মুসল্লিরা সমবেত হয়েছিলেন। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দারুল আমান এলাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের এই মসজিদটি বেশ প্রসিদ্ধ। শহরের পুলিশ প্রধান আব্দুল রহমান জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পাকিস্তান এবং ইরাকের মতো আফগানিস্তানেও জাতিগত সহিংসতা ঘটে থাকে। দেশটির জনগোষ্ঠীর প্রায় ১৫ ভাগ শিয়া সম্প্রদায়ভুক্ত। চলতি বছরের জুলাই মাসে কাবুলেই শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হন। পরে জঙ্গি সংগঠন আইএস ওই হামলার দায় স্বীকার করে। সূত্র: আলজাজিরা

Comments

comments