অনলাইন ডেস্কঃ অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন প্রয়াত দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পাঁচ দফা দাবিতে রোববার থেকে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এ অবরোধের ডাক দেওয়া হয়।
দাবিগুলো হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দিয়াজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অপসারণ করা।
এদিকে রোববার সকালে ট্রেনের হোস পাইপ কেটে শাটল ট্রেন অবরোধ করা হয়েছে। ফলে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি।
Comments
comments