Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ‘আম্মা’ খ্যাত ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রাজ্যটির বিভিন্ন স্থানে ৭৭ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

জয়ললিতার দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইডিএমকে) এক বিবৃতিতে জানিয়েছে, প্রিয় নেত্রীর অসুস্থতা ও মৃত্যুর শোক সইতে না পেরে ইতিমধ্যে ৭৭ জন মারা গেছেন। তাদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাশাপাশি জয়ললিতার অসুস্থতার খবর শোনার পর যে দলীয় সমর্থক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং আম্মার মৃত্যুর খবর শুনে যিনি নিজের আঙুল কেটে ফেলেছিলেন তাদের দু’জনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

৭৪ দিনের লড়াইয়ের পর গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় জয়ললিতার। সিনেমার অভিনেত্রী থেকে ভারতের স্বাধীনতার পর দেশের সবথেকে জনপ্রিয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিতি পান তিনি। গত ৩০ বছর ধরে তামিলনাড়ু শাসন করার পর প্রায় জীবন্ত কিংবদন্তির রূপ নেওয়া জয়ললিতা ক্রমে আম্মা হয়ে ওঠেন। তাই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার শোকগ্রস্ত হয়ে পড়ে রাজ্য।

Comments

comments