Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ২৯

তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে বড় ধরনের দুটি বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছে।

শনিবার রাতে বেসিকটাস স্টেডিয়ামের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদুলু, বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

একটি ফুটবল স্টেডিয়ামের পাশে ওই গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটানো হয়। বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পরে গোলাগুলির শব্দও পাওযা গেছে।

বেসিকটাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের দুই ঘণ্টার মাথায় এ হামলা চালানো হয়। এরপরই স্টেডিয়াম সংলগ্ন সব রাস্তা বন্ধ করে দেয়া হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলায় জঙ্গিগোষ্ঠী আইএস এবং কুর্দি সশস্ত্র যোদ্ধারা জড়িত বলে সন্দেহ করছে তুরস্ক।

Comments

comments