Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি মির্জা ফখরুলের

স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি মির্জা ফখরুলের

অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি বিরোধিতাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথ বলেন।

বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে এদিন মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতাযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। বিএনপি সব সময় স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়।

গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চা একসঙ্গে করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।

স্বাধীনতার ৪৬ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ দাবি করে আক্ষেপ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের দুভার্গ্য, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি।

Comments

comments