জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের দুটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়। বিজিবির ধারণা, ১৯টি নৌকায় আড়াই শতাধিক রোহিঙ্গা ছিল।
নৌকাগুলোয় আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।
টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়।
রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
Comments
comments