অনলাইন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে মাদক পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ যাতে সংঘটিত না হয় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশেনা দিয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) তৌফিক উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে ২০১৫ ও ২০১৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামগ্রিক তৎপরতার চিত্র তুলে ধরা হয়।
তৌফিক উদ্দিন আহমেদ বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে মাদক পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments
comments