স্পোর্টস ডেস্কঃ কাতারের দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দেশটির আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টের হয়ে এদিন একটি করে গোল পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।
বাকি দুটির একটি পাকো আল আলকাস এবং অন্যটি রাফিনহার।
ম্যাচ শুরুর পর ৮ম মিনিটেই গোলের দেখা পায় বার্সেলোনা। মেসির ক্রস ডি বক্সে পেয়ে প্রথম গোলটি করেন সুয়ারেস। ২ মিনিট পর মেসি নিজেই বাঁ-দিক থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন। ১৭তম মিনিটে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তাই ৯ মিনিটের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে মেসিদের হাতে। যে কারণে আক্রমণত্রয়ীকে মাঠ থেকে তুলে নিয়ে বিশ্রামে রাখেন এনরিকে। ম্যাচের ৫৫ ও ৫৮ মিনিটে আলকাসের ও রাফিনিয়ার গোলে স্কোরলাইন হয়ে যায় ৫-১।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পাওয়ার সুবাদে ব্যবধান কমাতে ভুল করেননি আল আহলিও। বার্সেলোনার অনিয়মিত গোলরক্ষক জর্দি মাসিপ সৌদি আরবের মিডফিল্ডার আলি আওয়াজিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে বল জালে পাঠান ফরোয়ার্ড ওমর আব্দুল রহমান। এরপর ৬০ ও ৬৫ তম মিনিটে দুইবার বার্সার জালে বল জড়ায়। তবে সেটা শুধু ব্যাবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।
Comments
comments