স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার হিসেবে উজ্জ্বল একটি অধ্যায় শেষে এবার কোচিং ক্যারিয়ারটাকে ভালোভাবে গ্রহণের চেষ্টায় রয়েছেন রিকি পন্টিং।
ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে প্রাক্তন সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার এবং জেসন গিলেস্পির সঙ্গে সহকারি হিসেবে যোগ দিবেন পন্টিং।
এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি আগেই বলেছিলাম অবসরের পর ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। এবার জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ এসেছে। কাজ করার জন্য সতীর্থ ল্যাঙ্গার এবং গিলেস্পিকে সঙ্গী পেয়েছি। আমাদের দলে বেশ কিছু টি-টোয়েন্টি প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। এসব খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য আমার তর সইছে না।’
উল্লেখ্য, এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পন্টিং। ক্রিকেট থেকে অবসরের পরই অস্ট্রেলিয়া দলে কোচ হিসেবে তার যোগ দেওয়া নিয়ে গুঞ্জন উঠে। অবশেষে সেটাই সত্য হতে চলেছে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে সহকারি কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
Comments
comments