Download Free BIGtheme.net
Home / খেলা / ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।

রোববার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন কদিন আগে ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ।

মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে নেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে ২ উইকেট, নেলসনে তৃতীয় ম্যাচে ৩২ রানে ২ উইকেট। ‘কাটার মাস্টার’কে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা না হলে সিরিজে তার উইকেট-সংখ্যা বাড়তে পারতো।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদেরও। ডানহাতি পেসার আট ধাপ এগিয়ে ৭৮ নম্বর অবস্থানে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন তিন ম্যাচে নেন ৪ উইকেট।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৪ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।

Comments

comments