Download Free BIGtheme.net
Home / জাতীয় / মন্ত্রিসভায় ১৩ হাজার গাছ কাটার অনুমোদন

মন্ত্রিসভায় ১৩ হাজার গাছ কাটার অনুমোদন

অনলাইন ডেস্কঃ গ্যাসের সঞ্চালন লাইন নির্মাণের জন্য গাজীপুরে বন বিভাগের ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত এই পাইপ লাইন নির্মাণ করবে।

তবে এসব গাছ কাটার পর তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছের মধ্যে বিক্রি যোগ্য বড় গাছ চার হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি।

তিনি বলেন, `আগামী ২০২২ সাল পর্যন্ত সব ধরনের গাছ কাটা নিষেধ রয়েছে। তবে জনস্বার্থে গাছ কাটার প্রয়োজন পড়ায় মন্ত্রিসভার অনুমোদনে এখন গাছ কাটা যাবে।`

Comments

comments