Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’

‘সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’

অনলাইন ডেস্কঃ নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী নিজে।

শেখ হাসিনা বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। এদেশের মানুষ দীর্ঘদিন শোষিত ও বঞ্চিত ছিল। ক্ষমতায় ধারাবাহিকতা ছিল বলে গত আট বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।

চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের কল্যাণে কাজ করা। আপনার স্ব স্ব জেলার উন্নয়নে কাজ করবেন। সমস্যাগুলো খুঁজে বের করবেন। তারপর সেগুলো সমাধানে কাজ করবেন। স্বাধীনতার সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আপনারা যে শপথ আজ নিলেন, সেই অনুযায়ী নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন। জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। শুধু আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ বুঝতে পারে সরকার মানুষের কল্যাণে কাজ করে।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা দিয়ে গেছেন জাতির পিতা। আবার তিনি উন্নয়নের পথও দেখিয়ে গেছেন। আর আমরা তার দেখানো পথেই কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য সারা দেশের উন্নয়ন।

Comments

comments