Download Free BIGtheme.net
Home / জাতীয় / হাজার টন কয়লাসহ সুন্দরবনের কাছে নৌযান ডুবি

হাজার টন কয়লাসহ সুন্দরবনের কাছে নৌযান ডুবি

অনলাইন ডেস্ক: সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় হাজার টন কয়লা নিয়ে এমভি আইচগাতী নামে একটি নৌযান ডুবে গেছে।

শুক্রবার সকালে হিরণ পয়েন্ট থেকে ১০ কিলোমিটার দূরে চাঁদপাই রেঞ্জের কাছে বঙ্গোপসাগরের মোহনায় কয়লাবোঝাই নৌযানটি ডুবে যায়।

সুন্দরবনের বিভাগী বন কর্মকর্তা (পশ্চিম) মো. সৈয়দ আলী বলেছেন, এ ধরনের খবর শুনেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

বন্দরে পণ‌্য ওঠানামার কাজে নিয়োজিত স্থানীয় প্রতিষ্ঠান মেসার্স নুরু অ‌্যান্ড সন্সের সত্ত্বাধিকারী এইচ এম দুলাল জানান, সকালে এমভি আইজগাঁতি ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে ধাক্কা খেয়ে তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে পানি উঠে কার্গোটি তলিয়ে যায়।

তিনি আরও জানান, ওই কার্গো জাহাজে থাকা ১২ জন নাবিক ও চার জন নিরাপত্তা কর্মীকে উদ্ধার করা হয়েছে।

Comments

comments