অনলাইন ডেস্কঃ বিএনপিকে আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, এত দিন ধৈর্য ধরেছেন আর দুটো বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে বিএনপির উদ্দেশে এ আহ্বান জানান মোহাম্মদ নাসিম। আজকের সভায় ১৪ দলের নেতারা শেখ হাসিনার নেতৃত্বে চিরদিন ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, গত এক বছর বিএনপি ধৈর্য ধরে আছে। আমরা আহ্বান জানাই, আরও ধৈর্য ধরে থাকুন। নির্বাচন যথা সময়ই হবে। সেই নির্বাচনে অংশ নেবেন আমরা প্রত্যাশা করি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের নেতারা।
এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন মাহবুল-উল-আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, এম এম কামাল, মুকুল বোস প্রমুখ।
Comments
comments