অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের সাত খুন মামলায় রায়ে দেশের জনগণ সন্তুষ্ট বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় ঘোষণার পর সচিবালয়ের নিজ কার্যালয়ে এক প্রক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, রায়ে দেশের জনগণ সন্তুষ্ট হয়েছে। সরকারে দায়িত্ব যে অপরাধ করবে তাকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। আমাদের সরকার সেটাই করেছে।
রায় কার্যকরের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনের বিধান অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি হাইকোর্টে যাবে। হাইকোর্ট নিশ্চিত করলে পরবর্তীতে আসামিদের আপিলের সুযোগ রয়েছে। আপিলের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করলে এরপর রায় কার্যকর হবে।
মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনে। তবে মামরার পর থেকেই ১২ জন আসামি পরাতক রয়েছেন।
Comments
comments