অনলাইন ডেস্কঃ টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা জমশেদের বয়ান দিয়ে শুরু হয়েছে। বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে বয়ান করছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান চলছে।
দুইদিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের উপর আমবয়ান অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) উপর বাদ ফজর ভারতের হযরত মাওলানা জমশেদ আলীর বয়ানের মধ্য দিয়ে শনিবার দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বাদ জোহর হযরত মাওলানা মোহাম্মদ মোরসালিন (ভারত), বাদ আসর হযরত মাওলানা মো. ইউসুফ আলী (ভারত) এবং বাদ মাগরিব বয়ান করেন ভারতের হযরত মোহাম্মদ সা’দ বয়ান করবেন।
ইজতেমা ময়দানে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তার নাম জয়নাল আবেদীন (৭০)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে তিনি ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে ঢাকাসহ দেশের ১৭ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর জন্য ইজতেমা ময়দানকে ৩৬টি খিত্তায় (ভাগ) ভাগ করা হয়েছে। পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশি মুসল্লিরাও। বিদেশি মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে তৈরি করা হয়েছে বিদেশি নিবাস।
ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৯০ দেশ থেকে ৫ সহস্রাধিক মুসল্লি আসেন। আগের পর্বে অংশ নেয়া অনেকেই ছিলেন আগে থেকেই। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ময়দানে ৩ তাঁবুতে রয়েছেন মেহমানরা।
আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা ৫২তম বিশ্ব ইজতেমা।
Comments
comments