অনলাইন ডেস্কঃ এবার সরকার দলীয় এক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ২৩ জানুয়ারী ময়মনসিংহ আদালতে মামলাটি দায়ের করেন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। মামলার স্বাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম,ধর্মমন্ত্রী অ্যাডভোকেট মতিউর রহমান, ফুলবাড়িয়ার সাবেক এমএনএ নজরুল ইসলাম, সাবেক এমপি এম জোবেদ আলীসহ ২৩ জনকে সাক্ষী করা হয়েছে।
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া (ময়মনসিংহ-৬) আসনের এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলাটি দায়ের করা হলো। এ মামলায় সাক্ষী করা হয়েছে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে।
এর আগে ২০১০ সালেও এমপি মোসলেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরো একটি মামলা দায়ের করেছিলেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। তদন্তে সত্যতা না পাওয়ায় সেটি পরে খারিজ হয়ে যায়।
মামলা আর্জিতে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এমপি মোসলেম হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে তালেব আলী, সেকেন্দার আলী, বশু চৌধুরীসহ আরো অনেককে হত্যা করা হয়।
Comments
comments