অনলাইন ডেস্কঃ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত হরতালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে হরতালকারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলায়কা বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে।
এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ নেতাকর্মীরা পরীবাগের দিককার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা দাবিতে ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভকারীদের ওপর ভোর থেকেই পুলিশ চড়াও হয়েছে। হরতালের পক্ষে মিছিল করার চেষ্টা করা হলে পুলিশ তা বানচাল করে দেয়।
উল্লেখ্য, তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটি আজ ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল (৬টা-২টা) আহ্বান করে। এর পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
Comments
comments