অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সার্চ কমিটিতে যারা এসেছেন তারা সম্মানিত ব্যক্তি। আশা করি তারা সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবেন। নতুন নির্বাচন কমিশন বিগত নির্বাচন কমিশনের মতো হবে না।
শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এরশাদ এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাট জেলার কয়েকজন নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান করেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ, বিএনপি এখন আগের অবস্থানে নেই। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। সে কারণে মানুষ জাতীয় পার্টিতে যোগদান করতে চায়।
আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবেন বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এটা আমার প্রতিশ্রুতি। এ কারণে সারাদেশের বিভিন্ন দলের নেতারা আমাদের দল থেকে নির্বাচন করার আগ্রহ জানাচ্ছেন।
Comments
comments