স্পোর্টস ডেস্কঃ কোপা ডেল-রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র (৪-৩ অ্যাগ্রিগেট) করে সেমিফাইনালে উঠেছে সেল্টা ডি ভিগো। শেষ চারে উঠতে হলে সেল্টা ভিগোর মাঠ ভ্যালাইদোসে রিয়ালকে জিততে হতো কমপক্ষে দুই গোলের ব্যবধানে। কিন্তু পারেনি জিনেদিন জিদানের দল।
শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে সেল্টা জিতেছিল ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে কোপা ডেল রের শেষ চারে উঠে গেছে সেল্টা। আর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি ট্রেবল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেছে রিয়ালের।
বুধবার, ২৫ জানুয়ারি রাতে সেল্টার মাঠে দানিলোর আত্মঘাতী গেলো ম্যাচের ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৫ মিনিটে দানিয়েল ভাস গোল করে সেল্টাকে লিড এনে দেন।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা লুকাস ভাসকেস গোল করে ম্যাচ সমতায় আনেন। শেষ পর্যন্ত ২-২ এ শেষ হয় ম্যাচটি।
এই নিয়ে দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে থেকে ছিটকে দিল সেল্টা, প্রথমবার ৭৬ বছর আগে ১৯৪১ সালে।
Comments
comments