অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন। এখানে তিনি সাত দিনব্যাপী ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করবেন। বেলা ১১টায় মানিকদাহ হাউজিং প্রকল্পের (মূল এরিনা) বঙ্গবন্ধু এরিনায় রোভার মুট উদ্বোধনের কথা রয়েছে তার। এরপর দুপুর ২টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
পরে তিনি টুঙ্গিপাড়ার পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন (শুক্রবার) দুপুরের দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার স্পর্শকাতর স্থানে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। চৌকি বসিয়ে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Comments
comments