আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর একটি নাইটক্লাবে সংগীত উৎসবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে প্লায়া ডেল কারমেন রিসোর্টের ব্লু প্যারট নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। ক্লাবের একটি জানালা দিয়ে গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এ সময় সেখানে বিপিএম ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলছিল।
হামলায় নিহতদের মধ্যে ক্লাবের নিরাপত্তারক্ষী ছাড়াও ইউরোপ-আমেরিকা থেকে আসা পর্যটকরাও রয়েছেন। সংগীত উৎসবের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে তাদের তাদের তিনজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
বিবৃতিতে হামলার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথাও বলা হয়েছে। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আটককৃতদের মধ্যে প্রকৃত হামলাকারী আছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় বহুদিন ধরেই মাদকদ্রব্য নিয়ে সমস্যা চলছিল। তার সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেলিভিশন এবং সোশাল মিডিয়া ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, হামলার সময় লোকজন মাথা নিচু করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।
সূত্র : রয়টার্স।
Comments
comments