Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘বৈষম্য হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ’

‘বৈষম্য হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ’

অনলাইন ডেস্কঃ বৈষম্য হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের ডাভোসে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মূল সেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প শক্তির দিকে ঝুঁকছে বাংলাদেশ। দেশের প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ বর্তমানে সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের শক্তির চাহিদা পূরণ করছে।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, বৈষম্য হ্রাসের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ। কৃষির ওপর গুরুত্বারোপের পাশাপাশি কৃষক, জেলে ও এ ধরণের পেশার মানুষদের উন্নয়ন ও নারী উন্নয়নকে আরো গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে বাংলাদেশ।

তিনি বলেন, নিম্ন আয়ের দেশগুলোর ক্ষেত্রে কৃষি খাতে গুরুত্বারোপের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। এভাবে কৃষকেরা তাদের কাজে আরো দক্ষ হয়ে ওঠেন।

অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে বাংলাদেশের আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

Comments

comments