অনলাইন ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আরো চার বিশিষ্ট জনের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
বুধবার বেলা ১১টা ৫মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
চার বিশিষ্ট নাগরিক হলেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
গত সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। পরে এই কমিটির সাচিবিক দায়িত্বপালন করা মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, এই কমিটি আরো পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে। তবে শেষ মুহূর্তে এই তালিকা থেকে বাদ পড়েন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা বিচারাধীন থাকায় তিনি বাদ পড়েন।
রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে।
Comments
comments