অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য এখনো নাম চূড়ান্ত করতে পারেনি সার্চ কমিটি। এ জন্য সোমবার আবারো বৈঠকে বসবে কমিটি। এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে বৈঠক করে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আজকের বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের অতীত ইতিহাস কর্মকাণ্ড নিয়ে এবং বিশিষ্ট নাগরিকদের দেয়া পরামর্শ নিয়ে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা।
মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করে সার্চ কমিটি। এই তালিকা থেকে নাম যাচাই-বাছাইয়ের পর দশজনকে চূড়ান্ত করবে সার্চ কমিটি। সেই দশজনের নাম ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির কাছে।
Comments
comments