Download Free BIGtheme.net
Home / খেলা / সরিয়ে দেয়া হলো অলরাউন্ডার আফ্রিদিকে

সরিয়ে দেয়া হলো অলরাউন্ডার আফ্রিদিকে

স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার শহিদ আফ্রিদির পরিবর্তে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির অধিনায়কত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক দলপতি ড্যারেন স্যামি। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল।

গেল আসরে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিয়েছিলেন আফ্রিদি। তার নেতৃত্বে লীগ পর্বে ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে চ্যাম্পিয়ন হয় পেশোয়ার। তবে কোয়ালিফাইয়ার ১ ও ২-এ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পেশোয়ার।

তারপরও দ্বিতীয় আসরে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হলো আফ্রিদিকে। স্যামিকে অধিনায়ক করার কারণ হিসেবে পেশোয়ারের প্রধান কোচ মোহাম্মদ আকরাম বলেন, ‘বিভিন্ন ঘরোয়া লিগে অধিনায়কত্ব করছে স্যামি। পরীক্ষিত অধিনায়ক সে। আফ্রিদির উপর চাপ কম থাকবে। তবে পারফরমেন্সের দিকে মনোযোগ হতে পারবে সে।’

আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার চ্যাম্পিয়নও করেছেন স্যামি। আর সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফরমেন্সে রাজশাহী কিংসকে ফাইনালে তুলেন স্যামি। তবে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে রানার্স-আপ হয় স্যামির রাজশাহী।

Comments

comments