অনলাইন ডেস্কঃ নতুন নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
সোমবার বিকাল ৪টায় সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে চতুর্থ ও শেষবারের মতো বৈঠকে বসে তারা।
এ বৈঠকে সার্চ কমিটির সদস্যরা নতুন নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করতে দশজনের নামের তালিকা চূড়ান্ত করবে। সন্ধ্যায় এই তালিকা সুপারিশ আকারে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে সার্চ কমিটি। এ লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।
সার্চ কমিটির দেওয়া দশজনের তালিকা থেকে রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন। তবে সার্চ কমিটির দেওয়া তালিকা থেকেই নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে হবে, রাষ্ট্রপতির জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
Comments
comments