Download Free BIGtheme.net
Home / জাতীয় / ভ্যাট আইন বাস্তবায়নে এবার ফাইনাল খেলা: এনবিআর চেয়ারম্যান

ভ্যাট আইন বাস্তবায়নে এবার ফাইনাল খেলা: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ভ্যাট আইন বাস্তবায়নে এবার ‘ফাইনাল খেলা’র ঘোষণা দিলেন

তিনি বলেন, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে উঠেছে। ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারলে সমাজ উপকৃত হবে। এটি একটি সামাজিক আন্দোলন। এর আগে আমরা সেমিফাইনাল খেলেছি। কোয়ার্টার ফাইনাল খেলেছি। এবার হবে ফাইনাল খেলা।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ভবনে ভ্যাট অনলাইন প্রোজেক্টের সম্মেলন কক্ষে ‘ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট ২০১২’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০১৭ সালের ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর হবে। এজন্য এনবিআর জাতির প্রয়োজনে নিজেকে প্রস্তুত করেছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে জিডিপিতে শতকরা ১ দশমিক ৫ শতাংশ অবদান রাখতে পারবে এনবিআর। আমরা জনগণকে ভ্যাট আইন অবহিত করতে চাই। এক্ষেত্রে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করতে পারে।’

দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন অর্থনৈতিক রিপোর্টার অংশ নিচ্ছেন। আরো উপস্থিত ছিলেন ইকোনোমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

Comments

comments