Download Free BIGtheme.net
Home / জাতীয় / অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’ ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টার দিকে বাংলা একাডেমি চত্বরে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন তিনি।

এর পরই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্র্দী উদ্যান নতুন নতুন বইয়ের পসরায় রঙিন হয়ে উঠলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশী অতিথিদের মধ্যে চীনের গবেষক ও রবীন্দ্র-অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, ভারতের চিন্ময় গুহ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের বই পড়ার চর্চা বাড়ানোর পরামর্শ দিয়ে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বই পড়লে জ্ঞান বাড়ে। অনেক কিছু ভুলে থাকা যায়।

তিনি বলেন, সাহিত্য চর্চার মধ্য দিয়ে ছেলে-মেয়েদের বিপথ থেকে রক্ষা করা যায়। তাই ছোটবেলা থেকেই তাদের হাতে বই তুলে দিতে হবে।

গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬ প্রদান করা হয়।

Comments

comments