Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহমুদ আব্বাসকে সাদর অভ্যর্থনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহমুদ আব্বাসকে সাদর অভ্যর্থনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আজ বিকেলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাঁকে সেখানে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ৩টা ২৩ মিনিটে ফুলের তোড়া উপহার দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

মাহমুদ আব্বাস ও শেখ হাসিনার মধ্যে একান্ত বৈঠকের পর দু’দেশের সরকারি পর্যায়ের বৈঠক চলছে। বৈঠক শেষে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিশন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। দুই নেতা এই স্বাক্ষরানুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর মাহমুদ আব্বাস পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। এটাই মাহমুদ আব্বাসের প্রথম বাংলাদেশ সফর। অবশ্য এর আগে গতবছর ফেব্রুয়ারিতে তিনি জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

Comments

comments