অনলাইন ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এম. এম. রুহুল আমিন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন।
এম এম রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
বিচারপতি এম. এম. রুহুল আমিন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন। ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। এবং ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসর নেন।
রুহুল আমিন ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Comments
comments