Download Free BIGtheme.net
Home / অর্থনীতি / ‘চলতি অর্থবছরে ২৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে’

‘চলতি অর্থবছরে ২৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে’

অনলাইন ডেস্কঃ চলতি অর্থবছরে (২০১৬-১৭) দেশে ২৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রতি অর্থবছরে ২০ লাখ নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে। তবে এবার ৭ লাখ বেশি কর্মসংস্থান তৈরি হবে অর্থনীতিতে।

আজ রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।
পরিকল্পনামন্ত্রী বলেন, এবার সাড়ে ৬ থেকে ৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে বিদেশে। অর্থাৎ এই কর্মীরা বিদেশে যাবেন। বাকি কর্মসংস্থান তৈরি হবে দেশের অভ্যন্তরে।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের হিসাবে ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে প্রায় ৩ শতাংশ। অর্থাৎ দীর্ঘ মন্দা কাটিয়ে উঠতে পারবে উন্নত দেশগুলো। ফলে আমাদের দেশের অবস্থাও ভালো যাবে। আমরা এ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির কাছাকাছি যেতে পারব বলে আশা করছি। ’

এই সাড়ে ৭ শতাংশ কীভাবে হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এ বছর ভালো হবে। শিল্প খাতে উৎপাদন পরিস্থিতি ও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিও ভালো হবে।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা-২০১৭ প্রতিবেদনে চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

গত কয়েক বছরের বিবেচনায় চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি পূর্বাভাস অনেক বেশি, যেটিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন মন্ত্রী।
চলতি বছর মন্ত্রণালয়ের অধীন চারটি প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর লক্ষ্যর কথা জানান পরিকল্পনামন্ত্রী।

Comments

comments