Download Free BIGtheme.net
Home / বিনোদন / ইতালিয়ান ছবিতে অভিষেক হচ্ছে হুমা কুরেশীর

ইতালিয়ান ছবিতে অভিষেক হচ্ছে হুমা কুরেশীর

বিনোদন ডেস্ক: এবার ইতালিয়ান ছবির প্রস্তাব পেলেন হুমা কুরেশি। ব্রিটিশ-ইন্ডিয়ান প্রোডাকশন ‘ভাইসরয়’জ হাউস’এ কাজের মাধ্যমেই আন্তর্জাতিক ক্ষেত্রে পা রেখেছেন হুমা। আর সেখান থেকেই তিনি নজর কেড়েছেন বিভিন্ন বিদেশি পরিচালকের।

একটা ভালো ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেটা সম্পর্কে এখনই কথা বলা ঠিক হবে না বলে জানান হুমা। লন্ডনের একটি ট্যালেন্ট হান্ট এজেন্সিতেও যোগ দিয়েছেন এই নায়িকা। সেই এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বহু হলিউড ছবি-নির্মাতা। তাদের সকলেরই হুমার কাজ খুব পছন্দ।

এমনকী, বলিউডে হুমার ছবি-নির্বাচনেরও প্রশংসা করেছেন তারা। আর সেখান থেকে একটি ইতালিয়ান ছবির প্রস্তাব পেয়েছেন হুমা।

Comments

comments