অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে চলছে তৃতীয় দিনের মতো হকার উচ্ছেদ অভিযান। গুলিস্তানের হকি স্টেডিয়ামের উল্টো দিক থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছে। হুইললোডারে করে হকার মার্কেট ভেঙে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। এ
খন পর্যন্ত ২০-২৫টি দোকান ভেঙে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হকার উচ্ছেদ অভিযান শুরু করে।
ডিএসসিসির পক্ষ থেকে হকারদের ফুটপাতে থাকা জিনিসপত্র সরিয়ে নিতে বলা হলেও তারা নির্দেশ উপেক্ষা করে আজ সকালে ফুটপাতে দোকান নিয়ে বসে। তাই দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্ব উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় হকাররা দোকানের মালামাল নিয়ে সরে গেলেও তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স, টিনের ছাউনি ইত্যাদি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব জানান, হকাররা কৌশল অবলম্বন করে টুকরিতে মালামাল নিয়ে বসেছে। নির্দেশনা উপেক্ষা করে যেসব হকার গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাতে নির্ধারিত সময়ের আগেই দোকান নিয়ে বসেছিলেন, তাদের উচ্ছেদ করা হয়েছে।
Comments
comments