Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / বাজারে স্যামসাংয়ের জে সিরিজের সাশ্রয়ী দুই ফোন

বাজারে স্যামসাংয়ের জে সিরিজের সাশ্রয়ী দুই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিকাশমান স্মার্টফোন বাজারের জন্য গ্যালাক্সি জে সিরিজের দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। নতুন মডেল দুটির নাম গ্যালাক্সি জে২ এস, গ্যালাক্সি জে১ ৪জি।

আপাতত ভারতের বাজারে পাওয়া যাচ্ছে নতুন দুই হ্যান্ডসেট। বাংলাদেশি মুদ্রায় গ্যালাক্সি জে২ এস-এর দাম প্রায় ৯ হাজার ৮০০ টাকা এবং জে১ ৪জি স্মার্টফোনের দাম প্রায় ৮ হাজার টাকা।

এ ব্যাপারে স্যামসাং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা জানিয়েছেন, ‘আমাদের ৪জি জে সিরিজের স্মার্টফোনের জন্য খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি গ্রাহকদের কাছ থেকে। এই দুটি হ্যান্ডসেটের ফিচারগুলো বিকাশমান বাজারের গ্রাহকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।’

দুটি মডেলেই ‘আল্ট্রা ডেটা সেভিং মোড’ (ইউডিএস), ‘এস বাইক মোড’ ও ‘এস পাওয়ার প্ল্যানিং’ ফিচার রয়েছে। অন্যদিকে, গ্যালাক্সি এস২-তে রয়েছে ‘এস সিকিউর’ ফিচার, যা গ্রাহকদের সমস্ত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে।

গ্যালাক্সি জে২-তে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, গ্যালাক্সি জে১ ৪জি-তে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Comments

comments