জেলা প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধে বাবা হত্যা মামলায় ছেলের ফাঁসি দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় এই রায় প্রদান করেন জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী।
মামলা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপণের জের ধরে ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী মোজাহারুল ইসলাম। ইদ্রিস আলীর ছেলে আনছারুল ইসলাম পরে বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
ঘটনাটি সরেজমিনে তদন্ত করা হয়। পরে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট আমলে নেয়। মামলাটি নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরবর্তীতে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়।
Comments
comments