Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাজউকের সাবেক চেয়ারম্যানসহ দুর্নীতি মামলায় আটক ২

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ দুর্নীতি মামলায় আটক ২

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেল আটক হয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, মতিঝিল থানায় দুদকের দায়ের করা একটি মামলায় ইকবাল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। দুদক কর্মকর্তা সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, মোট আটজনকে আসামি করে বুধবার ওই মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন এম এ হাসেমের আরেক ছেলে আশফাক আজিজ রুবেল, রাজউকের সাবেক সদস‌্য এসডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচ এম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।

মামলার অভিযোগে বলা হয়, গুলশান এলাকায় ১০ কাঠার দুটি প্লট অবৈধভাবে বরাদ্দ দেয় রাজউক। বরাদ্দের সময় রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল সোহবান চৌধুরী। এসব অভিযোগ তদন্ত করতেই বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Comments

comments