Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / নির্বাচন কমিশনার নিয়োগে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নির্বাচন কমিশনার নিয়োগে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার ও অপর চার কমিশনারের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

রিটে বলা হয়, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে।

এ ছাড়া যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারার সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ‘পাবলিক সারভেন্ট (রিটারমেন্ট) অ্যাক্ট ৭৪’ অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না।

বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ সপ্তাহে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

Comments

comments