Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / প্রধানমন্ত্রীকে সহায়ক সরকারের প্রস্তাব দেবে বিএনপি

প্রধানমন্ত্রীকে সহায়ক সরকারের প্রস্তাব দেবে বিএনপি

অনলাইন ডেস্কঃ নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে বিএনপি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের সময় সহায়ক সরকারের জন্য রাষ্ট্রপতির সঙ্গে নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে বিএনপি। কারণ সুষ্ঠু নির্বাচনে ইসির চেয়ে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা জরুরি। সেই সরকার ব্যবস্থা কেমন হবে দ্রুত তার রূপরেখা দেয়া হবে।

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। তবে বর্তমানে সেই দাবি থেকে সরে এসেছে দলটি। এরইমধ্যে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আর তাই নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসতে চায় দলটি।

গেলো ১৮ নভেম্বর নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তারে সঙ্গে নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলেন খালেদা জিয়া। এ বিষয়ে যথা সময়ে রূপরেখা নিয়ে হাজির হবার কথাও জানান তিনি।

Comments

comments