অনলাইন ডেস্কঃ দেশের সংবিধান ও আইন মেনে অর্পিত দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘সংবিধানের মধ্য থেকে দায়িত্ব পালনে আপসহীন থাকবো।’
আজ বুধবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অঙ্গিকারের কথা বলেন।
তিনি বলেন, আজ সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সংবিধান ও আইন মেনে অর্পিত দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরণের প্রভাব প্রশ্রয় দেয়া হবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। কোনো পক্ষপাতিত্ব করবো না। এ সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেও জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে অন্য ৪ কমিশনারসহ ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ বিকেল ৪টা ২০ মিনিটে নতুন সিইসি নির্বাচন ভবনে প্রবেশ করেন। এর পরপরই নির্বাচন কমিশনাররাও প্রবেশ করেন। সেখানে তাদের বরণ করে নেয়ার জন্য উপস্থিত ছিলেন ইসি কর্মকর্তারা। এদিকে আজ বেলা ৩টার পর পরই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
Comments
comments