অনলাইন ডেস্কঃ শপথ নিয়েছেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ অপর চার কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ বুধবার বেলা ৩ টার পর পরই প্রথমে সিইসি ও ৪ নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শপথ নেয়া ৪ নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী। এদিকে আর কিছুক্ষন পর বিকাল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে নতুন নির্বাচন কমিশনারা সাংবাদিকদের মখোমুখি হবেন।
শপথের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু হলো। এই কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আগামী পাঁচ বছর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্যদের স্বজন এবং দেশের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
Comments
comments