Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ওবামার অবসর ভাতা বছরে ১ কোটি ৩০ লাখ রুপি

ওবামার অবসর ভাতা বছরে ১ কোটি ৩০ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রপতি না থেকেও এখনো মোটা টাকা রোজগার করবেন বারাক ওবামা। তার মধ্যে পেনশন যেমন রয়েছে, তেমনই রয়েছে বইয়ের জন্য চুক্তি, ভাষণের জন্য পারিশ্রমিক, এবং মার্কিন সরকারের কাছ থেকে পাওয়া অবসরকালীন ভাতা। আগামী ১৫ বছরে ভারতীয় টাকার অংকে ওবামা এবং তাঁর স্ত্রী মিশেলের সেই রোজগার ১ হাজার ৬শ’ ২০ কোটি টাকার মতো। এমনটাই দাবি একটি মার্কিন সংবাদপত্রের।

ওবামা যখন প্রথমবার রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন ওবামা-দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮ কোটি টাকার কাছাকাছি। তার পরে অবিশ্বাস্য আর্থিক বৃদ্ধি হয়েছে তাঁদের। অবসরের পরে বছরে বার্ষিক ১.৩ কোটি টাকার মতো (‌২০৫৭০০ ডলার)‌ সরকারি পেনশন পাবেন ওবামা।

এরপরেও ওবামার সামনে রয়েছে একাধিক চাকরির প্রস্তাব। তার মধ্যে অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব যেমন রয়েছে, তেমনই রয়েছে গানের ওয়েবসাইটে চাকরির প্রস্তাব। ‌‌ অবশ্য ওবামার গাড়ির তেল খরচ, বাড়ি ভাড়া, টেলিফোন বিলসহ একাধিক খরচ সরকারই বহন করবে।

সূত্র: ‌আজকাল

Comments

comments