অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারা মিয়া (৪৫) নামের এক ঠেলাগাড়ি চালক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, রাত সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাকিম উদ্দিন জানান উত্তরা ১নং সেক্টর সেন্ট্রাল হাসপাতালের সামনে, তারা মিয়া ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থা ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
Comments
comments