Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা’

‘২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা’

অনলাইন ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ দিন আট হাজার পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন বলেও জানান তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে মিনারের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া জানান, একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর মৎস্য ভবন, বকশীবাজার, চানখাঁরপুল এলাকা থেকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে না। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

শুধু পলাশীর মোড় ও জগন্নাথ হলের ভেতর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এ ছাড়া প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হবে।

ডিএমপি কমিশনার আরো জানান, একুশের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে মৎস্য ভবন থেকে নিউমার্কেট, দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত প্রতিটি এলাকা ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) আওতায় থাকবে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনও সুনির্দিষ্ট হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের কোনও হুমকি নেই। আমাদের ডগ স্কোয়াড, সোয়াট, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট হাজার পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া থাকবে পেট্রল টিম।

Comments

comments