Download Free BIGtheme.net
Home / জাতীয় / দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা: প্রধানমন্ত্রী

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা।’ এবার এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা দেখায় পরিবর্তন আনা হয়েছে। আমি মনে করি এটার খুব প্রয়োজন ছিল। এর ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সচেতন হবে, আমি বিশ্বাস করি। আর যেসব শিক্ষকরা শিক্ষাদান করছেন তারাও এ ব্যাপারে আরও বেশি সচেতন হবেন, এটা আমার বিশ্বাস।

বৃহস্পতিবার (৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণের পর শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। আর যারা পাস করতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে ভালো প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা পাস করতে পারো।’

এবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা সবসময় পরীক্ষায় ভালো ফল করে। ছেলেদের আরও ভালো করতে হবে। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী। তারা খারাপ করবে এ কথা বিশ্বাস করা যায় না। একটু মনোযোগী হলে তারা ভালো ফল করতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা জাতীর জন্য অপরিহার্য। কারণ আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে মূল হাতিয়ার শিক্ষা। ‘

Comments

comments