Download Free BIGtheme.net
Home / জাতীয় / পাহাড় ধসে হতাহতদের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পাহাড় ধসে হতাহতদের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক: টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি উদ্ধার কাজ দ্রুত শেষ ও আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের পর পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিখোঁজ থাকারও খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তিনি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

Comments

comments