Download Free BIGtheme.net
Home / জাতীয় / ২৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি চলছে

২৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি চলছে

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন চলছে আজ। আজ বুধবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে ট্রনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এটি ঈদের আগের শেষ শুক্রবার। তাই এ দিনের টিকিটের চাহিদাও বেশি।

সকাল থেকেই টিকিট সংগ্রহের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচেপড়া ভিড়।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লাইনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল থেকেও অনেকে টিকিটের জন্য বসে আছেন। অনেক টিকিট প্রত্যাশীই এসেছেন সেহরীর পর।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। স্টেশনে টিকিট বিক্রির শৃঙ্খলা রক্ষায় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রয়েছে পুলিশ-র‌্যাব।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবতী বলেন, কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন আগাম টিকিট বিক্রি হচ্ছে ২১ হাজার ১২২টি। তবে এর মধ্যে ২৫ শতাংশ দেয়া হচ্ছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে।

Comments

comments