Download Free BIGtheme.net
Home / অপরাধ / সাভারে দিনে-দুপুরে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

সাভারে দিনে-দুপুরে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক: সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাভার থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার নাজিমনগরে তৈরি পোশাক কারখানা অবনী গ্রুপের শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, একটি প্রাইভেটকারে যোগে অবনি গ্রুপের একটি কারখানা থেকে ওই গ্রুপের অপর একটি কারখানায় প্রায় দেড় কোটি টাকা নিয়ে যাবার পথে হেমায়েতপুরের নাজিম নগর এলাকায় পৌঁছলে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ড্রাইভারকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির গ্লাসে লাগে। পরে দুর্বৃত্তরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির গ্লাস ভাঙে।

ঘটনার পরপরই র‌্যাব ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত তারা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এছাড়া লুঠ করা টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি।

Comments

comments