অনলাইন ডেস্ক: গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে শামীম রেজা রুবেল হত্যা মামলায় তখনকার ডিবির সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ মামলার অপর আসামি উপপরিদর্শক (এসআই) হায়াতুল ইসলাম ঠাকুরের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও বহাল রেখেছেন আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
এসি আকরামের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। হায়াতুল ইসলাম ঠাকুরের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
আদালত সূত্র জানায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র রুবেলকে ১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবি’র এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়। রুবেলের মৃত্যুর পর ওই ঘটনায় করা মামলার রায়ে বিচারিক আদালত ২০০২ সালের ১৭ জুন এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে ২০০২ সালে হাইকোর্টে আপিল করেন আসামিপক্ষ।
আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায়ে এসি আকরাম, মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দিয়ে হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর ২০১১ সালের ৯ মে রাতে কারাগার থেকে মুক্তি পান এসি আকরাম। এরপর রাষ্ট্রপক্ষ এসি আকরামের খালাসের বিরুদ্ধে এবং হায়াতুল ঠাকুর তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে ২০১৫ সালের ৩০ আগস্ট এসি আকরামকে সাতদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ।
Comments
comments