অনলাইন ডেস্ক: সরকারি জমি তিনগুন ক্ষতিপূরণ এবং বেসরকারি জমির চারগুণ ক্ষতিপূরণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনে বেশ কিছু নতুন বিষয় আছে। আগের আইনে ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জমি অধিগ্রহণ করার সুযোগ ছিল না। নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে জনগণের অধিক স্বার্থে অন্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দেয়ার শর্তে ওই স্থান অধিগ্রহণ করার সুযোগ রাখা হয়েছে।’
এছাড়া জাতীয় চলচ্চিত্র নীতিমালা, ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলচ্চিত্রে সন্ত্রাস ও সরাসরি ধর্ষণ দেখানো যাবে না, এমন নীতি এতে রয়েছে।
শফিউল আলম বলেন, খসড়া নীতিমালায় চলচিত্রের সংজ্ঞা এবং এটি নির্মাণে সরকারি অনুদান প্রদান, চলচিত্রের কাহিনী ও সামাজিক প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। নীতিমালার ৬ নম্বর ধারার ৮ নম্বর উপধারায় বলা হয়েছে, ‘চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত সন্ত্রাস ও সহিংসতা প্রদর্শন করা যাবে না। সন্ত্রাস ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান সেন্সর আইনসহ প্রযোজ্য অন্যান্য আইন ও বিধান প্রযোজ্য হবে।’
একই ধারার ১১ নম্বর উপধারায় বলা হয়েছে, ‘চলচ্চিত্রে সরাসরি কোনো ধর্ষণ দেখানো যাবে না।’ ১২ নম্বর উপধারায় বলা হয়েছে, শিশু বা নারী কিংবা উভয়ের প্রতি সহিংসতা, বৈষম্যমূলক আচরণ বা হয়রানিমূলক কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করে এমন কোনো ঘটনা ও দৃশ্য চলচ্চিত্রে প্রদর্শন করা যাবে না।’
নীতিমালার খসড়ায় বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের ক্ষেত্রে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমুন্নত রাখতে হবে। চলচ্চিত্রের সংলাপে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে।
আজকের মন্ত্রিসভায় ২৩ জুলাইকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণা এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
Comments
comments